আমরা একটা ভালো এবং ইফেক্টিভ মানুষের সংগঠন করতে চাই
আমরা একটা ভালো এবং ইফেক্টিভ মানুষের সংগঠন করতে চাই। সেখানে সকল ভালো এবং ইফেক্টিভ মানুষ আমন্ত্রিত। শুরুতে পরিকল্পনা বুয়েট বা ইঞ্জিনিয়ার্স ক্লাবেরই ছিল কিন্তু তাতে প্লাটফর্মটা বড্ড ছোট হয়ে যায়। আমরা ছোট কিছু করতে চাই না। আমাদের উদ্দেশ্য ভালো কিছু এবং বড় কিছু করা।
ভালো মানুষ ভীত হয়, সন্ত্রস্ত হয়, পালাতে চায়, একা একা ভালো থাকতে চায়, ডিমোটিভেটেড থাকে, লজ্জা বেশী, রাগও বেশী। এক কথায় ইনইফেন্টিভ। তাদের সংগঠিত করে সঠিক ট্রাকে নিয়ে আসা কঠিন। তবে তারা সংগঠিত হয়ে ট্রাকে আসলে বিশাল কিছু করতে পারে। কাজটা কঠিন। তবে চেষ্টা চলবে।