মিরপুর ক্লাবের মসজিদ পূর্ণাঙ্গ হোল আজ By admin Published November 19, 2018 News_category মিরপুর ক্লাবের মসজিদ পূর্ণাঙ্গ হোল আজ। ইজাজ ভাইয়ের কল্যাণে নামাজের ব্যবস্থা আরো আরামদায়ক হয়েছে। মাহবুব ভাই ইমাম সাহেব হিসাবে ভালোই করছেন। আরামদায়ক নামাজের জন্য উপরওয়ালার কাছে শুকরিয়া।