১৪ই ডিসেম্বরের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা
ফরমেশান টীমের মিটিং চলছে। আলোচনার বিষয় ১৪ই ডিসেম্বরের শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা। সকাল ৯টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে ১২টা পর্যন্ত। ক্লাবের মেম্বার আর বন্ধুদের ছেলে মেয়েদের নিয়ে আয়োজন। আয়োজন হবে ২টি ভাগে, (ক) ৫থেকে ৯বছরের বাচ্চা (খ) ১০থেকে ১৪ বছরের বাচ্চা। অনুষ্ঠানের স্পন্সর, ভাই শাহজালাল, আর তুহিন।