Foodbag Program for COVID-19 Affected People (2020)
FaceBook Post: আলহামদুলিল্লাহ বুয়েট ব্যাচ ৯০ ফুড ব্যাগের ১২তম লটের বিতরণ শুরু হোল। আমরা লক্ষ্য করছি গত তিনমাসে বিপন্ন মানুষের সংখ্যা, ধরন, অবস্থা সবই পরিবর্তন হয়েছে। নিম্নমধ্যবিত্তরা ত্রাণ বিতরণকারীদের জন্য খুব আকর্ষণীয় কখনই ছিলনা কারন তাদের লাইনে দাড় করিয়ে রেখে ছবি তোলা যায় না। তাদের নিয়ে কাজ করলে অনেক ঝক্কি ঝামেলা। সবচেয়ে বড়কথা ব্যানার টানানো যায় না, ছবি হয়না। এই মানুষগুলোকে খুজে খুজে বের করতে হয়। বেশ বড়সড় সেটআপ লাগবে। অনেক অনেক কাজ করবার মত লোক লাগবে (ভলান্টিয়ার না)। কে করবে এই কাজ, কার কী দায় পড়েছে। সবাই চালাক। সময়মত কেউ নেই। সবাই চায় নাম আর নিদেন পক্ষে ছোঁয়াব। ত্রাণ প্রদানকারীরা আর কেউ কোথায়ও নেই। কেউ ছবিও তোলে না, ফেজবুকেও দেয়না। ভাই বিপন্ন মানুষগুলো কী সব ধনী হয়ে গেছে? মোটেই না। তাদের সংকট আরও ঘনীভূত হয়েছে এবং বহু মাত্রিক হয়েছে। মানুষ হিসাবে আমরা মুখ ফিরিয়ে নিতে পারিনা। আমরা মিরপুর ক্লাব এবং বুয়েট ব্যাচ ৯০ বিপন্ন মানুষের প্রয়োজনে ছিলাম, আছি এবং থাকবো।
আলহামদুলিল্লাহ আপন নিবাস বৃদ্ধাশ্রমের করোনায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মাকে আজ থেকে মিরপুর ক্লাবের বুয়েট ব্যাচ ৯০ টির ফুড ব্যাগের আওতায় আনা গেল।
আলহামদুলিল্লাহ আপন নিবাস বৃদ্ধাশ্রমের (উত্তরখান) করোনায় ক্ষতিগ্রস্ত ৮০ জন মাকে আজ থেকে বুয়েট ব্যাচ ৯০ টির ফুড ব্যাগের আওতায় আনা গেল। মহান রাব্বুল আলআমিনের রহমতে ১১ তম লটের ফুড ব্যাগের বিতরণ সমাপ্ত করা গেল। যে সকল এলাকার বিপন্ন মানুষ এই লটের আওতায় আসলো তারা হোল (১) মোহাম্মদপুর (২) শ্যামলী (৩) উত্তরখান (৪) আদাবর (৫) মিরপুর ১১ (৬) ইব্রাহিমপুর (৬) আজিমপুর।
FaceBook Post: আলহামদুলিল্লাহ, বুয়েট ৯০ ব্যাচের ফুড ব্যাগের ১৩তম লটের (১০০ ব্যাগ) বিতরণ শুরু হোল আজ।
BUET Batch 90 Food bag 13th Lot distribution completed. The area of distribution are (a) Damra (b) Kalyanpur (c) Pererbag (d) Karail (e) Rupnagar (f) Shyamili.
FaceBook Post: মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে মিরপুর ক্লাবের বুয়েট ব্যাচ ৯০ ফুড ব্যাগের ১৪তম লটের বিতরণ চলছে।
Distribution Area: People from (1) Rupnagar basti (2) Mirpur 13 (3) Ibrahimpur (4) Kachukhet (5) Adabar (6) Pirerbagh (7) Ancer Camp (8) Ambagan.
Alhamdulillah, 11th Lot of BUET Batch 90 Food bags (120) are ready for distribution.
Facebook Post: ভাবুনতো একবার মাত্র আট হাজার টাকা মাইনে পায় এরকম একজন স্কুল শিক্ষক গত ফেব্রুয়ারির পর থেকে আর বেতন পায়নি। গত সাতমাসের প্রতিটি মাসেই একটি আশা ছিল, স্কুল খুললেই সব ঠিক হয়ে যাবে। না স্কুল আর খোলেনি। উপরোন্ত কর্তৃপক্ষ ডেকে জানিয়ে দিয়েছে, গত সাত মাসের বেতন দেয়া যাবে না। চাকুরীটাও আর নেই। কোচিং সেন্টার আর টিউশুনী কেন্দ্রিক জীবন জাপন করেন এরকম শিক্ষকদের অবস্থা আরও খারাপ। স্কুলের ভ্যান চালিয়ে যারা জীবন চালাতেন তাদের অবস্থা বলার বাইরে। গুলশানের রেস্টুরেন্টগুলো বন্ধ তাই কর্মচারীরা পুরাই বেকার। এরকম বিপন্ন মানুষের আরও কিছুটা দিন সাহায্য প্রয়োজন। তাদের জন্যই ফুড ব্যাগ। এখনও চলছে। মহান আল্লাহর অশেষ মেহেরবানিতে মিরপুর ক্লাবের বুয়েট ব্যাচ ৯০ ফুড ব্যাগের ১৫তম লটের বিতরণ চলছে।.
Facebook Post: কিছু মানুষের জন্য সাহায্য চাওয়ার ব্যপারটা একটু কঠিন। কারন তারা সাহায্য চাওয়ায় অভ্যস্ত না। এই মানুষগুলোর অভিব্যাক্তি ঠিক ভাষায় প্রকাশ করা যাবেনা। এই মানুষগুলোকে আমরা বলছি বিপাকে পড়া মানুষ। কেউ কেউ ভাবছেন করোনার আক্রমন মাত্র সিপ্তাহের ব্যপার। সেরকম না হলে আমাদের বিশাল সংখ্যক মানুষ বিপাকের সম্মুখীন হবে। আমাদের চারপাশের বিপাকে পড়া কিছু মানুষের জন্য ছিল মিরপুর ক্লাবের আজকের “ফুড ব্যাগ” প্রোগ্রাম। আজ ৬০০ কেজি চাল, ১২০ কেজি আলু, ৬০ লিটার তেল, ৬০ কেজি ডাল ইত্যাদি বিতরণ করা হয়েছে ৬০ জন ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে। আমাদের আজকের “ফুড ব্যাগের” সহায়তা দিয়েছে Mission Save Bangladesh. আমাদের আহ্বান আসুন আমাদের সাথে, একসাথে মানবতার জন্য কিছু করি। যে সকল ভাই ও বোন আমাদের ধারাবাহিক ভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদের সকলকে ধন্যবাদ। মহান রাব্বুল আলামিন আমাদের সকলের সহায় হউন।
২২ শে মে, ২০২০
মিরপুর ক্লাবের বুয়েট ৯০ ব্যাচের ৯ম লটের ফুড ব্যাগ বিতরণ সম্পন্ন হোল। এবারের ডিস্ট্রিবিউশন এরিয়া ছিল (১) মাদারটেক (২) রূপনগর (৩) মোহাম্মাদপুর (৪) কাফরুল (৫) শ্যামলী (৬) বাসাবো।
Alhamdulillah, BUET batch 90 Food Bag 10th Lot (100 Bag) and 100 regular food bag is in distribution process.
Food Bag at Orphanage
কেউ না বলে দিলে কারো বোঝার সাধ্য নাই যে ছবির সকলেই একটি এতিম খানার ছাত্রী। প্রথম দেখায় আমি নিজেও একটু হোঁচট খেয়েছিলাম। ভাবছিলাম এরা আসলে কারা? ভাবুন একবার বাবা-মা মারা গেলে যে কেউ এতিম। করোনার এই আপদকালে যে কারো বাচ্চাই এতিম হয়ে যেতে পারে। যে ৮ ক্যাটাগরির মানুষ যাকাতের হকদার তাদের অন্যতম হোল এতিম। আমাদের ফুড ব্যাগের সুবাদে কয়েকটা এতিমখানার চিত্র কিছুটা বুঝতে পারছি। কিছু খাবারের ব্যাগ বা কিছু যাকাতের টাকা ধরিয়ে দেয়া এতীমদের সমস্যার সমাধান হতে পারে না। আমরা মিরপুর ক্লাব থেকে এদের জন্য স্থায়ী কিছু করার কথা ভাবছি। ভাবনায় শরীক হতে পারেন।
Food Bag during Lock Down
অধিকাংশ মানুষ যখন বলবে, “আরে ভাই দিলেইতো হোল”। মিরপুর ক্লাব তখন বলে, “না দিলেই হোল না”, “দেয়াটা সঠিক জায়গায় হতে হবে”। এখানেই মিরপুর ক্লাব ব্যতিক্রম। করোনা মহামারিতে সবচেয়ে বিপাকে পড়েছে সেই মানুষগুলো যারা কারো কাছে হাত পাততে অভ্যস্ত না। এই কঠিন বিপদের দিনে রাস্তার পাশে লাইন দিয়ে “ত্রান” নেয়া যারা এখনও মানতে পারছে না। আমাদের “ফুড ব্যাগ” কার্যক্রম তাদের জন্য। যতটা সম্ভব সার্বিক ভাবেই সহায়হীন এই মানুষগুলোকে একটু সাপোর্ট দেয়ার চেস্টা করছি। আমাদের বিস্তৃতি আরও বাড়াতে চাই। আসুন আমাদের সাথে। যারা নিয়মিত সহযোগিতা করছেন তাদের সকলকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ।
আলহামদুলিল্লাহ্ বুয়েট ৯০ ব্যাচের ফুড ব্যাগের ৪র্থ লটের ডিস্ট্রিবিউশন সম্পন্ন হোল আজ। মোট টিনটি এলাকায় কার্যক্রমটি পরিচালিত হয়েছে (১) কমলাপুর রেইলওয়ে বস্তি সংলগ্ন এলাকা (২) বাসাবো (আহমেদ বাগ) (৩) মাদারটেক। বুয়েট ৯০ ব্যাচের দুই বন্ধুর সহযোগিতায় সুন্দর ভাবে কাজটি করা গেছে। বাসাবোতে জাহিদ এবং মাদারটেকে বন্ধু মুরাদ সহযোগিতা করেছে। বরাবরের মতো আমি আমার ডিস্ট্রিবিউশন টিমের সাথে বসে পুরো এলাকার মানুষের অবস্থা পর্যালোচনা করেছি। পর্যালোচনায় যা পাওয়া গেছে তাহোল (১) অতিতে অন্যান্য যারা ত্রানের কাজটি করছিলেন তারা কেউই মেইন রাস্তার থেকে খুব বেশী ভিতরে ত্রান দিতে যায়নি। ফলাফল হোল খুব বেশী ভিতরের বিপন্ন মানুষেরা কিছুই পায়নি এতদিন। (২) অধিকাংশেরই অবস্থা ভয়াভহ। (৩) একটি বড় অংশের মানুষের দুর্ভোগ সীমাহীন। বাস্তব অবস্থার ধারণা পাবার জন্য ছবির বিকল্প নাই। আমরা শুধু বিপন্ন মানুষকে খাদ্য সহায়তা দিয়েই কাজটি শেষ করতে চাই না। ফুড ব্যাগের পাশাপাশি ভবিষ্যতে কী করা যায় সেটি নিয়েও ভাবছি। বুয়েটের সকল ব্যাচের বন্ধুদের আহ্বান জানাচ্ছি আসুন একসাথে বিপন্ন এই মানুষগুলোর পাশে দাড়াই। মানুষ হিসাবে এটা এখন আমাদের কর্তব্য। মহান আল্লাহ আমাদের সহায় হউন।
মিরপুর ক্লাবের ফুড ব্যাগ প্রোগ্রাম এবার চাঁপাই নবাবগঞ্জে। চাঁপাই নবাবগঞ্জের ৫০টি নদী ভাঙ্গন কবলিত গ্রামবাসীর মাঝে ফুড ব্যাগ বিতরণ করা হোল আজ। চাঁপাই নবাবগজ্ঞ জেলার সদর উপজেলার সীমান্তবরতী প্রত্যন্ত গ্রাম মাটিখল এর দরিদ্র ও বিপন্ন মানুষ ফুড ব্যাগের আওতায় আসলো। এ কাজে সহযোগিতা ও তত্ত্বাবধায়ন করেছেন প্রকৌশলী মোহা গোলাম রববানীর পিতা আলহাজ্ব আব্দুল মতিন। চাচাকে ধন্যবাদ।
May, 20, 2020
মিরপুর ক্লাবের ফুড ব্যাগ এবার নরসিংদীতে। আজ নরসিংদীর ৮০টি বিপন্ন পরিবারের মাঝে ফুড ব্যাগ বিতরণ সম্ভব হোল।